google.com, pub-1706303507979226, DIRECT, f08c47fec0942fa0
 
							
														
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা থেকে : মাগুরার আলোচিত শিশু ধর্ষণে জড়িতদের কুশপুতুল তৈরি করে ফাঁসিতে ঝুলিয়ে বিক্ষোভ করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাটের শহীদ মিনার চত্বরে মুক্তমঞ্চ বানিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়েছে।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ এইচ হাসিবুল হক সানজিদের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব মুবাশশির আলী শিহাব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব নিয়ামুর রহমান নিবির, সদস্য কে এম সাজিন, সংগঠক ফাহিম ফয়সাল রাফিসহ সাধারণ শিক্ষার্থীরা।
এসময় বক্তব্যরা বলেন, শান্তিপূর্ণ এ দেশে দিন দিন বেড়েই চলছে ধর্ষণের মতো ঘটনা।এখন নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধ কোন নারী। ধর্ষকদের গ্রেপ্তার করে জনসমুখ্যে ফাঁসি দেয়া গেলে এমন ঘৃণিত কাজ করার কেউ সাহস পেত না। যদি সরকার বিচার করতে অপারগ হয়, তাহলে এই কলঙ্ক থেকে দেশকে মুক্ত করতে ছাত্র জনতা আরও একবার যুদ্ধ নেমে পরবে বলে জানান।
 
 
	                                         
 
	                                         
 
	                                        
Leave a Reply