মনোলোক: গাজীপুর, ২৬ আগস্ট ২০২৫ : গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সমবেদনা জানিয়েছেন।
এসময় তিনি তুহিনের স্ত্রী ফরিদা বেগম ও ছোট ছেলে ফাহিমের সঙ্গে দেখা করেন এবং ছোট ফাহিমকে কোলে নিয়ে আদর করেন। সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রতিদিনের কাগজের সম্পাদক খাইরুল আলম রফিক।
স্বরাষ্ট্র উপদেষ্টা এই সাক্ষাতের মাধ্যমে পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দেশের সংবাদপত্র ও সাংবাদিক সমাজের প্রতি গুরুত্ব আরোপ করেন। নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে থাকা ও তাদের মানসিক সহায়তা প্রদান করতে তিনি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।