google.com, pub-1706303507979226, DIRECT, f08c47fec0942fa0
 
							
							 
                    
হোসাাইন আদনান : মনোলোক : দীনের খেদমতে ছয় বছরের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতি হিসেবে কুমিল্লার আন-নূর তাহফিজ মাদরাসার প্রধান শিক্ষককে উমরাহ সফরের হাদিয়া প্রদান করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
সম্প্রতি মাদরাসা ক্যাম্পাসে এক অনাড়ম্বর কিন্তু হৃদয়স্পর্শী আয়োজনে এ হাদিয়া প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আবুল কালাম, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আইয়ুবী, প্রতিষ্ঠাতা ভাইস প্রিন্সিপাল মুফতি মাহদী হাসান ও প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইসমাঈল ফারুকী।
অনুষ্ঠানে প্রধান শিক্ষককে “Umrah Gift Voucher” হস্তান্তরের সময় শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের চোখে আনন্দ ও কৃতজ্ঞতার ছাপ ফুটে ওঠে।
চেয়ারম্যান মাওলানা আবুল কালাম বলেন—“আন-নূর শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। এখানে যারা নিষ্ঠা, দায়িত্ব ও ত্যাগের মাধ্যমে দীনী খেদমতে নিজেদের নিয়োজিত রেখেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব। এই উমরাহ হাদিয়া সেই ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ।”
উমরাহ হাদিয়া প্রাপ্ত প্রধান শিক্ষক বলেন—“এ সম্মাননা আমার জীবনের এক অনন্য প্রাপ্তি। এটি শুধু একটি পুরস্কার নয়, বরং দায়িত্ব ও আমানতের অনুভূতিকে আরও গভীর করে দিয়েছে। আন-নূর পরিবারের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানের প্রতিটি পদক্ষেপ কবুল করেন।”
অনুষ্ঠানের শেষে মাদরাসার অগ্রগতি, শিক্ষক-শিক্ষার্থী ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
 
 
	                                         
 
	                                         
 
	                                        
Leave a Reply