মনোলোক : ২০২২ সালে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদির উপর হামলা হয়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপান নিউ জার্সির যুবক হাদি মাতার। তাঁকে দোষী সাব্যস্ত করল আদালত।
(বাঁ দিকে) বুকারজয়ী ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদি। তাঁর হামলাকারী হাদি মাতার (ডান দিকে)। —ফাইল চিত্র।
ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদির উপর হামলার ঘটনায় দোষী সাব্যস্ত করা হল ২৭ বছরের হাদি মাতারকে। আমেরিকার আদালতে তাঁর বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এখনও শাস্তি ঘোষণা করা হয়নি। আগামী ২৩ এপ্রিল নিউ ইয়র্কের আদালত হাদির শাস্তি শোনাবে। যে যে ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাতে ন্যূনতম ৩০ বছরের কারাদণ্ডের
নির্দেশ দেওয়া হতে পারে।
হাদি নিউ জার্সির বাসিন্দা। ২০২২ সালে আমেরিকার একটি অনুষ্ঠানে রুশদির উপর প্রাণঘাতী হামলা চালান তিনি। মঞ্চে উঠে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপান রুশদিকে। ছুরির আঘাতে মঞ্চেই লুটিয়ে পড়েছিলেন বুকারজয়ী ব্রিটিশ লেখক। বেশ কিছু দিন তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। পরে সুস্থ হয়ে উঠলেও হামলার ফলে একটি চোখে দৃষ্টি হারিয়েছেন ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখক। অকেজো হয়ে গিয়েছে একটি হাতও।
Leave a Reply