মনোলোক : আমেরিকার সিক্রেট সার্ভিস বিভাগে ১৩ বছর বয়সি এক নাবালককে নিয়োগ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট হিসাবে নিজের প্রথম ভাষণে এ কথা তিনি ঘোষণা করেন। ওই নাবালকের নাম ডিজে ড্যানিয়েল। সিক্রেট সার্ভিস এজেন্ট হিসাবে তার নিয়োগের কথা জানাতেই উপস্থিত সকলে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। করতালিতে ফেটে পড়ে সভাঘর। ড্যানিয়েলের নিয়োগের নেপথ্যে রয়েছে অন্য গল্প।
১৩ বছরের ড্যানিয়েল দুরারোগ্য ব্রেন ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, পাঁচ মাসের বেশি আয়ু নেই তার। ট্রাম্প জানান, ড্যানিয়েলের অনেক দিনের স্বপ্ন ছিল, সে পুলিশ অফিসার হবে। সেই স্বপ্নই তিনি পূরণ করলেন। আমেরিকার সিক্রেট সার্ভিসের এজেন্ট হিসাবে ড্যানিয়েলকে নিয়োগ করা হল। ভাষণের মাঝেই ড্যানিয়েলকে ডেকে ট্রাম্প বলেন, ‘‘ডিজে, আমরা তোমাকে আজ সবচেয়ে বড় সম্মান দিতে চলেছি। আমাদের সিক্রেট সার্ভিসের নতুন ডিরেক্টর সিন কারেনকে বলছি, তোমাকে এখন থেকে আমেরিকার সিক্রেট সার্ভিসের এজেন্ট করে দেওয়া হোক। ধন্যবাদ ডিজে।’’ এর পর নাবালকের হাতে সিক্রেট সার্ভিসের ব্যাজ তুলে দেন কারেন। সূত্র : সংবাদ মাধ্যম
Leave a Reply