মনোলোক : ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুসারীদের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে।
বুধবার রাতে সারজিস আলমের এলাকায় আসাকে কেন্দ্র করে চিৎকার-চেঁচামেচির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সারজিস কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আড্ডা দেওয়ার সময় কিছু তরুণ স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে সারজিস এলাকা ছাড়লেও সংঘর্ষ ঘটে।
সারজিসের দাবি, এটি উদ্দেশ্যপ্রণোদিত, আর শিক্ষার্থীরা তাঁকে বসুন্ধরায় অবাঞ্ছিত ঘোষণা করেছে বলে অনেকে দাবি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
Leave a Reply