google.com, pub-1706303507979226, DIRECT, f08c47fec0942fa0
মনোলোক : খবরের কাগজে কেক প্রস্তুত ও নিষিদ্ধ এনার্জি ড্রিংক “রেডবুল” বিক্রির দায়ে কাউতলীর প্রিন্স বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযানে গিয়ে তারা দেখতে পান, প্রিন্স বেকারি কাউতলী শাখায় খবরের কাগজে কেক প্রস্তুত করে বিক্রয় করা হচ্ছে। বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ এনার্জি ড্রিংস রেডবুল বিক্রয় করা হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাসি মিষ্টি বিক্রয়ের অভিযোগ পাওয়া যায়। এছাড়া প্রস্তুতকৃত মিষ্টিতে উৎপাদন মেয়াদ ইত্যাদি ছিল না।
Leave a Reply