User-agent: Mediapartners-Google User-agent: Google-Display-Ads-Bot

মনোলোক : শেষ হল মেসির ভারত সফর। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লি হয়ে তিনি আবার ফিরে গিয়েছেন দেশে। কলকাতা বাদে আর অন্য কোনও জায়গায় কোনও সমস্যায় পড়তে হয়নি ফুটবল তারকাকে। দেশে ফিরে গিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় করেছেন একটি ভিডিও পোস্ট।
তবে মেসির এই ভিডিও দেখতে পাওয়া গিয়েছে, ক্রিকেট জগতের ঈশ্বর শচীন তেন্ডুলকারকে।
বলিউডের একাধিক তারকা মেসির সঙ্গে দেখা করলেও মেসি সকলের মাঝে বেছে নিয়েছেন শুধুমাত্র একজন তারকাকেই। মেসির ভিডিও স্থান পেয়েছেন যে বলিউড তারকা, সৌভাগ্যবতী হলেন বেবো অর্থাৎ করিনা কাপুর খান। চারটি শহরের ছোট ছোট বিশেষ মুহূর্ত মেসি তুলে ধরেছেন তাঁর ভিডিওর মাধ্যমে, যেখানে করিনা কাপুর খানকে দুই সন্তানের সঙ্গে মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়।
Leave a Reply