google.com, pub-1706303507979226, DIRECT, f08c47fec0942fa0
তোমরা তাকে পাগল বলো
আমি বলি অকাল মৃত্যু।
জীবিত থেকেও যেন মৃত আত্মা,
এদিক ওদিক ঘুরে-ফিরে।
ভাঙ্গা রেস্তোরাঁর আশেপাশে
প্রায় আসা যাওয়া হতো,
কাশেম নামে এক পাগলের।
রেস্তোরাঁর মালিক সাধ্যমত,
সব সময় সাহায্য করত।
রোড এক্সিডেন্টে পরিবার হারা
তারপর থেকেই পাগল প্রায়।
কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়,
খুঁজে বেড়ায় প্রিয় মানুষদের।
স্বজনরা তেমন আর খোঁজ নেয় না
ছোট্ট কুঁড়েঘরে একাই থাকে সে।
হঠাৎ কয়েক দিন ধরে
তার কোন দেখা নেই।
পরে জানা গেল অসুস্থতা,
তাকে পেয়ে বসেছে।
দেখার কেউ নেই আশেপাশে।
মৃত্যু তাকে কেড়ে নেবে একদিন।
পাগল নাম রয়ে যাবে আজীবন-
না বলা কথাগুলো রয়ে যাবে ভাষাহীন।
তোমরা তাকে পাগল বলো,
আমি বলি অকাল মৃত্যু।
Leave a Reply