User-agent: Mediapartners-Google User-agent: Google-Display-Ads-Bot

মনোলোক : কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু’ই
সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার দ্বিতীয় নায়িকা হয়ে সামনে আসছে।
আনন্দবাজার লিখেছে, ‘বঁধুয়া’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে এসেছিলেন তিনি।
তার দ্বিতীয় কাজ দীপক অধিকারী দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমায়, যা আছে মুক্তির অপেক্ষায়। এরপর তিনি পর্দায় আসবেন শাকিবের নায়িকা হয়ে।
পরিচালক আবু হায়াত মাহমুদ শাকিবকে নিয়ে প্রিন্স বানাচ্ছেন আগামী রোজার ঈদের জন্য। প্রথমে শোনা গিয়েছিল কলকাতা থেকে ইধিকা পাল অথবা রুক্মিণী মৈত্র হবেন সিনেমার নায়িকা। আর ঢাকা থেকে কে নায়িকা হচ্ছেন তা নিয়ে খানিকটা লুকোছাপাই দেখা যাচ্ছিল।
তবে কদিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’ নায়িকা হিসেবে অভিনেত্রী তাসনিয়া ফারিণের নাম ঘোষণা করেছে।
সিনেমার চিত্রনাট্য নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে। যেখানে নব্বইয়ের দশকের অন্ধকার দুনিয়া উঠে আসবে। নায়কের নানা বয়সও দেখানো হবে। এজন্য শাকিবকে নিতে হতে পারে ‘প্রস্থেটিক’ রূপটানও।
এছাড়া ‘প্রিন্স’ সিনেমার ক্যামেরা, নৃত্য, অ্যাকশন ও রূপসজ্জা-এই চার দায়িত্ব পালন করবেন বলিউডের কয়েকজন।
পরিচালক মাহমুদ বলেছেন, এ সিনেমার চিত্রগ্রহণের দায়িত্ব নিয়েছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। ওই সিনেমারই রূপসজ্জাশিল্পী শাকিবকে সাজানোর দায়িত্বে থাকবেন।
সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন তিনি ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
পরিচালক বলেছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে ‘প্রিন্স’ সিনেমার।
Leave a Reply