User-agent: Mediapartners-Google User-agent: Google-Display-Ads-Bot

মনোলোক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৭নং রামজীবন ইউনিয়নের ২নং ওয়ার্ড এর পশ্চিম রামজীবন ভাটিয়াপাড়া গ্রামে অনৈতিক কার্যকলাপের সময় এলাকাবাসী দুই যুবককে আটক করেছে। এ ঘটনায় দুই প্রবাসী ভাইয়ের স্ত্রীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। পরে এলাকাবাসী ওই দুই যুবককে মাথার চুল এবরো থেবরো কেটে দিয়ে গলায় জুতার মালা পড়িয়েছে। বিষয়টি ওই এলাকায় টক অব দা টাউনে পরিণত হয়েছে।
Leave a Reply