User-agent: Mediapartners-Google User-agent: Google-Display-Ads-Bot

মনোলোক : এ বছর ইরানে ৪৩তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ট্যালেন্ট ক্যাম্পাসে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন বাংলাদেশের কাজী মাহাদী মুনতাসির। এই ক্যাটাগরিতে তিনি একমাত্র বাংলাদেশি।
বর্তমানে কাজী মাহাদী মুনতাসির গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগে কর্মরত। তিনি চলচ্চিত্র প্রযুক্তি, সৃজনশীল শিক্ষা ও গবেষণা নিয়ে সক্রিয়।
এবারের ট্যালেন্ট ক্যাম্পাসে বাংলাদেশ থেকে আরও তিনজন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
এ উৎসবের ট্যালেন্ট ক্যাম্পাসে প্রতি বছর ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইতালি, রাশিয়া, চীন ও জাপানসহ বিভিন্ন দেশের নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নিয়ে থাকে।
২০২৫ সালের উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে ইরানের ঐতিহাসিক সাংস্কৃতিক রাজধানী সিরাজ শহরে, যা বিখ্যাত কবি শেখ সাদি ও হাফিজের জন্মস্থান। উৎসবটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘দ্য ইউনিয়ন অব পোয়েট্রি ইন সিনেমা’।
উৎসবটি চলবে ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। ট্যালেন্ট ক্যাম্পাস মেন্টর হিসেবে কাজী মাহাদী মুনতাসির বিভিন্ন দেশের আগত তরুণ চলচ্চিত্রশিক্ষার্থীদের জন্য কর্মশালা পরিচালনা করবেন। তার কর্মশালার বিষয়: ‘বাংলা চলচ্চিত্রে কাব্যিক ভাবনা ও তার নান্দনিক প্রকাশ’। এছাড়াও তার নির্মিত একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।
Leave a Reply