User-agent: Mediapartners-Google User-agent: Google-Display-Ads-Bot

মনোলোক : রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ফোন বিক্রেতারা এক বিশাল মানববন্ধন করেছেন। এই মানববন্ধনের মূল দাবিগুলো হলো ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট নীতি বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টি।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) এর উদ্যোগে রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে শুরু হওয়া এই মানববন্ধনে উপস্থিত মোবাইল বিক্রেতারা সরকারের কাছে তাদের দাবি জানিয়েছেন।
তারা বলছেন, তারা বৈধভাবে ব্যবসা করতে চান এবং ভ্যাট-ট্যাক্স দিতে কোনো আপত্তি নেই, তবে ভ্যাটের হার কমিয়ে তাদের ব্যবসার সুযোগ বৃদ্ধি করতে হবে।
এক ব্যবসায়ী জানান, আনঅফিসিয়াল বা গ্রে মার্কেটে প্রায় ২৫ হাজার ব্যবসায়ী জড়িত। হঠাৎ করে তাদের ব্যবসা বন্ধ করলে তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে। তাই তারা সরকারের কাছ থেকে ন্যায্য করনীতি এবং ব্যবসায়িক পরিবেশের উন্নয়নের আশা রাখছেন।
এমবিসিবি শনিবার (২৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সকাল ১০টায় কারওয়ান বাজার ও পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন হবে। একই সময়ে দেশের অন্যান্য জেলা ও বিভাগীয় শহরেও স্থানীয় ব্যবসায়ীরা সমর্থনে রাস্তায় নামবেন। এছাড়া, আজ সারাদেশে মোবাইল ফোনের দোকানসমূহ বন্ধ থাকবে।
সারাদেশে আজ মোবাইল ফোনের দোকান বন্ধ
মানববন্ধন থেকে মোবাইল বিক্রেতারা সরকারের কাছে একটি সুসংগঠিত ও ন্যায্য ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, যাতে মোবাইল ব্যবসায়ীরা বৈধ পথে কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন।
Leave a Reply