User-agent: Mediapartners-Google User-agent: Google-Display-Ads-Bot

আবু কালাম আজাদ, জেলা প্রতিনিধি :মনোলোক : ঢাকার নবাবগঞ্জের দৌলতপুর মাশাইলের ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়ে গেলে গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম প্রতীক, ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা২০২৫ ইং।
১৪ নবেম্বর শুক্রবার বিকালে “দৌলতপুর দেশী প্রবাসী যুব সমাজ” ও এলাকাবাসী এই নৌকা বাইচ টি আয়োজন করেন।
বর্ণিল এমন আয়োজন দেখতে ধলেশ্বরী নদীর দুই পাড়ে ভিড় করেন অসংখ নৌকা বাইচ প্রেমিরা। নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের একাধিক নৌকা এতে অংশগ্রহণ করেন। নৌকাবাইচের সঙ্গে গ্রামীণ মেলার আয়োজনও ছিল। মেলায় হাওয়াই মিঠা, মাটির তৈরি পুতুল, খেলনার দোকান, পিঠা-পুলির পসরা বসে।
বাইচ শেষে অংশগ্রহণবারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ। এসময় তিনি বলেন, নৌকা বাইচ আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম। এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের শেকড়, সংস্কৃতি ও মানুষের সামাজিক সম্প্রীতির প্রতীক। নৌকা বাইচ বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের আত্মার সঙ্গে সম্পর্কিত এক অবিচ্ছেদ্য উৎসব। এই আয়োজন নতুন প্রজন্মকে বাংলার শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নৌকা বাইচের উদ্বোধন করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব। আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান, সভাপতি :ডা.আব্দুস সালাম, সিনিয়র সহ সভাপতি, নবাবগঞ্জ উপজেলইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীন ইসলাম, সহ সভাপতি রশিদ মেম্বার, যুবদল নেতা মানোয়ার হোসেন,সহ সভাপতি নবাবগঞ্জ উপজেলা বি.এন.পি.মো:শাহীন খান, এরশাদ উল্লাহ,প্রবাসী সাজ্জাদ শরীফ ও জামিল শেখ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দৌলতপুর ধলেশ্বরী নদীতে এই নৌকা বাইচ টির আয়োজনে:দৌলতপুর এলাকাবাসী।
www.monolok.net থেকে ফারজানা আফরোজ
Leave a Reply