User-agent: Mediapartners-Google User-agent: Google-Display-Ads-Bot

মনোলোক : শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হলো ৭৪তম মিস ইউনিভার্স। এবারের প্রতিযোগিতায় মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ (২৫) এর মাথায় উঠলো আরাধ্য বিশ্বসুন্দরীর মুকুট!
মেক্সিকোর তাবাস্কো প্রদেশের ভিলাহেরমোসা শহরের এই মডেল ও ফ্যাশন ডিজাইনার শুধু শিরোপাই জেতেননি- তার সঙ্গে পেয়েছেন বিনোদন জগতের অন্যতম আকর্ষণীয় ও মূল্যবান পুরস্কার প্যাকেজ, যার মূল্য কয়েক লাখ ডলার!
কতো টাকা পেলেন ‘মিস ইউনিভার্স’ জয়ী ফাতিমা?
কোটি টাকার পুরস্কার, মাসিক বেতন, ভ্রমণ সুবিধা, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও আরও যা যা পাচ্ছেন।
যার মূল্য কয়েক লাখ ডলার!
শৈশবে বিরল রোগে আক্রান্ত হয়েও থেমে থাকেননি ফাতিমা। তিনি টেকসই ফ্যাশন, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে পোশাক তৈরি, শিশু ক্যান্সার রোগী, অভিবাসী ও মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রকল্পে কাজ করে নিজেকে গড়ে তুলেছেন। মেক্সিকো সিটিতে ফ্যাশন ডিজাইন পড়ার পর তিনি মিলানে উচ্চশিক্ষা নেন এবং যুক্তরাষ্ট্রে এক বছর কাটান।
মিস ইউনিভার্স এর ফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন আরও চার প্রতিযোগীর সঙ্গে। তারা হলেন থাইল্যান্ডের প্রবীনার সিং (প্রথম রানার-আপ), ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি (তৃতীয় স্থান) এবং ফিলিপাইনের আথিসা মানালো ও আইভরি কোস্টের ওলিভিয়া ইয়াসে (চতুর্থ ও পঞ্চম)।
১২২টি দেশের প্রতিযোগীরা নানা পর্ব, সাক্ষাৎকার ও সাংস্কৃতিক কার্যক্রম শেষে অংশ নেন এই জমকালো ফাইনালে। প্রথমে ‘টপ ৩০’, পরে ‘টপ ১২’ এবং শেষে ‘টপ ৫’ ফানালিস্টদের মধ্য থেকে ফাতিমাকে বেছে নেন বিচারকরা!
Leave a Reply