User-agent: Mediapartners-Google User-agent: Google-Display-Ads-Bot

মনোলোক : ৪৭ পাউন্ড ওজনের কেক কেটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় প্রশাসনের কর্মকর্তারা একে-অপরকে খাইয়ে দেওয়ার পর প্রক্টর পুরো কেকটি ছোট ছোট অংশে ভাগ করছিলেন। এর মধ্যেই আশপাশে থাকা শিক্ষার্থীরা কেক নিয়ে কাড়াকাড়ি শুরু করেন। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় পুরো কেকটি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা-সমালোচনা।
শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি সংলগ্ন কেন্দ্রীয় ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নেটিজেনরা ঘটনার ভিডিও শেয়ার করে সমালোচনা করছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৭ পাউন্ডের কেক কাটার ব্যবস্থা করে প্রশাসন। সকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধনের পর শুভেচ্ছা বিনিময় শেষে কেক কাটতে যান উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী, ট্রেজারার ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মনজুরুল হক, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ড. আলীনূর রহমান। কেক কাটার আগেই চার পাশে ভিড় জমান শিক্ষার্থীরা। সবার উপস্থিতিতে কেক কেটে প্রশাসনের কর্মকর্তারা একে-অপরকে খাইয়ে স্থান ত্যাগ করেন। এরপর প্রক্টর কেকটি ছোট ছোট টুকরো করছিলেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা থাবা মেরে যে যার মতো ভাগ করে নিয়ে নেন পুরো কেক। শুরু হয় ধাক্কাধাক্কি। একপর্যায়ে কেকের বাক্সটি ভেঙে নিচে পড়ে যায়। তখন মাটিতে পড়ে যাওয়া কেক মুঠো ভরে তুলতে দেখা যায় কয়েকজনকে। তখন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের পোশাকে কেকের ক্রিম লেগে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
Leave a Reply