
মোবাইল নম্বর ছাড়া হোয়াটসঅ্যাপ চলবে……
মনোলোক : অধিকাংশ মানুষ এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বরাবর নতুন ফিচার নিয়ে হাজির হয় তারা। এবার ইউজারদের জন্য রয়েছে দারুণ খবর। হোয়াটসঅ্যাপ ব্যবহারে আর হয়তো প্রয়োজন পড়বে না নম্বরের। জুকারবার্গের সংস্থা জানাচ্ছে, আগামীতে নম্বর না থাকলেও যোগাযোগ করা যাবে হোয়াটসঅ্যাপে। গোপনীয়তা ও নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন এই ফিচারের ভাবনা। বর্তমানে কারও সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য, তার ফোন নম্বর জরুরি। তবে আগামীতে এর প্রয়োজন পড়বে না। জানা যাচ্ছে, ইনস্টাগ্রামের মতোই সাজানো হয়েছে হোয়াটসঅ্যাপ। অ্যাকাউন্টে থাকবে ইউনিক ইউজার নেম। আর সেই ইউজার নেম দিয়ে খুঁজে পাবেন যে কাউকে। বর্তমানে বিটা ইউজাররা পরীক্ষামূলকভাবে এ ফিচারের সুবিধা পাচ্ছেন। প্রসঙ্গত, কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা, এখন সবকিছুতেই মোটের ওপর ভরসা হোয়াটসঅ্যাপ। তাই অ্যাপকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থাটি। দিন কয়েক আগে ট্রান্সলেট ফিচার এনেছে তারা। জানা যাচ্ছে, এবার যেকোনো মেসেজ সরাসরি অনুবাদ করে দেবে অ্যাপই। যে মেসেজ ভাষার কারণে বুঝতে পারছেন না, সেটিতে লং প্রেস করতে হবে। তাহলেই পাবেন ‘ঞৎধহংষধঃব’ অপশন। তাতে ক্লিক করলেই পাবেন একাধিক ভাষার অপশন। যে ভাষায় চান সেটাতে ক্লিক করলেই হয় অনুবাদ। ব্যস, ঝামেলা শেষ! এখন অপেক্ষার পালা আমরা কবে থেকে যে এমন সুবিধা পাব!
Leave a Reply