
মনোলোক : টাঙ্গাইলের ভূঞাপুরে একজন তরুণীকে ইভটিজিং (যৌন উৎপীড়ন) করার অভিযোগে এক ব্যক্তিকে ২৮ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুব হাসান এ আদালত পরিচালনা করেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে, উপজেলার অলয়া ইউনিয়নের নিকলা মহব্বতপাড়ার আব্দুল আজিজের মেয়ে ও নিকলা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছাত্রী মোছাঃ ইতি (১৭) স্কুলে যাওয়ার পথে একই এলাকার ভারই গ্রামের আক্তার ওরফে আক্কাসের ছেলে কবির হোসেন বিসু (২৫) প্রথমে অশ্লীল কথা বলে, পরে তার বোরখা ধরে টানাটানি ও হয়রানি করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ইভটিজিংকারী কবির হোসেন বিসুকে আটক করে নিকলা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন ও ভূঞাপুর থানাকে অবগত করলে, এসআই রুবেলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে অলয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয় কর্তৃপক্ষ ইভটিজিংকারীকে পুলিশের কাছে হস্তান্তর করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুব হাসান ঘটনা তদন্ত করে অভিযুক্ত কবির হোসেন বিসুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ দিনের কারাদণ্ড প্রদান করেন। এ বিষয়ে অলয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানসহ স্থানীয় জনসাধারণ জানান, ইভটিজিংকারী কবির হোসেন বিসুর বিরুদ্ধে বিগত দিনেও ইভটিজিংসহ অনৈতিক কাজের একাধিক অভিযোগ রয়েছে। তারা দ্রুত বিচার ও কঠোর শাস্তির এই ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন।
Leave a Reply