
মনোলোক : কিশোরগঞ্জের ভৈরবে র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ভৈরব পৌর শহরের ভৈরবপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ডাবল কেবিন গাড়ি থেকে এসব মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি গাড়িতে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকা অভিমুখে পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প ভৈরব প্রান্তের সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ডাবল কেবিন গাড়ি দ্রুতগতিতে ভৈরবপুর এলাকার দিকে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা গাড়িটির পিছু ধাওয়া করেন। একপর্যায়ে চালক ভৈরবপুর এলাকায় গাড়িটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।
পরে গাড়িটি তল্লাশি করে সামনের ও পেছনের ডেকারের ভেতরে লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৬৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
Leave a Reply