User-agent: Mediapartners-Google User-agent: Google-Display-Ads-Bot

নারীর বাড়ী
মোঃ মোবারক হোসেন
ঢাকা
২১৮-৯-২০২৫
ভালো ভাবে চিন্তা করে
দেখো তুমি নারী
কোনটা তোমার আসল ঘর
কোনটা তোমার বাড়ী।
ছোটকালের ঘর তোমার
ছিলো বাবার বাড়ি
বিয়ের পরে ঘরটা তোমার
হলো শুশুর বাড়ি।
বৃদ্ধ কালের সেই ঘরটি
ছেলের বাড়ি হয়
ভেবে দেখো কোনো বাড়ি
তোমার নিজের নয়।
আপন ভেবে যতন করে
সাজিয়েছ পরের ঘর
আপন বলে জানতে যাদের
সবাই হবে পর।
শ্মশ্বান কিংবা গোরস্থান
হবে তোমার বাড়ি
যোগ বিয়োগে শুন্য তুমি
অবুঝ তুমিই নারী।
-সমাপ্ত-
Leave a Reply