User-agent: Mediapartners-Google User-agent: Google-Display-Ads-Bot

এসময় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন।
পুলিশ জানায়, ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মি. সরকারকে পুলিশ গ্রেফতারের পর তার মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সকালে।
রোববার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদী জনতা ও আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে একই সময়ে আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করে।
উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বাউল ভক্তদের উপর হামলা চালায় ‘তৌহিদী জনতার’ একটি অংশ। এই হামলায় তিনজন বাউল ভক্ত ও অপরপক্ষের একজন আহত হয় বলেও জানায় পুলিশ। আহতরা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তবে, সংঘর্ষের পর বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার ওসি মি. হোসেন।
আটক বাউল শিল্পী মি. সরকার বর্তমানে আদালতের নির্দেশে জেলহাজতে রয়েছেন। সূত্র : বিবিসি বাংলা
Leave a Reply