
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫ মাদক কারবারী গ্রেফতার
১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা মোটরসাইকেল উদ্ধার
মনোলোক : গত সোমবার সকাল ০৮.৫০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর এলাকা হতে ০১টি মোটরসাইকেল আটক করে। এসময় মোটরসাইকেল তল্লাশী করে ৬ (ছয়) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। অপর এক অভিযানে দুপুর ১২.১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কোড্ডা এলাকা হতে ০৪ (চার) কেজি গাঁজা সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম-:মাহবুব(২১),কাইয়ুম (২২), ইমন (২৪), মোঃ রাজু মিয়া (২৭),স্বপন মিয়া (২১)।
এ সংক্রান্তে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পৃথক ২টি মাদক মামলা রুজু হয়েছে।
Leave a Reply