
মনোলোক : নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সোমা সাঈদ। তিনিই প্রথম বাংলাদেশি-আমেরিকান যিনি এ পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে প্রচলিত রীতির পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে কোরআন স্পর্শ করে তিনি শপথ নেন।
বিডিনিউজ ২৪ ও কালবেলা নিউজ জানায় নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে উচ্চপদস্থ বিচারপতি, কর্মকর্তা ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেন। গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই পদে আসেন তিনি।
এই শপথ শুধু একজন নারীর ব্যক্তিগত অর্জন নয়। এটি প্রবাসী বাংলাদেশি সমাজের গর্ব এবং যুক্তরাষ্ট্রে বহুসাংস্কৃতিক বাস্তবতার একটি স্পষ্ট বার্তা। যোগ্যতা ও অধ্যবসায় থাকলে পরিচয় কখনোই বাধা হয় না।
Leave a Reply