
মনোলোক : আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাবনার সদর উপজেলার দোগাছি, ভাড়ারা ও গয়েশপুর ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ মহড়া পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (২৫ জানুয়ারি ) সকাল থেকে এসব এলাকায় পুলিশ, সিভিল প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)-এর সমন্বয়ে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় টহল কার্যক্রম, সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং বিভিন্ন পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক অনুশীলন করা হয়।
প্রশাসন সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যৌথ মহড়া চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝেও স্বস্তি লক্ষ্য করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের নিরাপত্তামূলক তৎপরতা অব্যাহত থাকবে।
Leave a Reply